জয়পুরহাটে সার্জিস আলম- শাপলা প্রতীক না পেলে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো | Daily Chandni Bazar জয়পুরহাটে সার্জিস আলম- শাপলা প্রতীক না পেলে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫ ০০:৫৩
জয়পুরহাটে সার্জিস আলম- শাপলা প্রতীক না পেলে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো
মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট

জয়পুরহাটে সার্জিস আলম- শাপলা প্রতীক না পেলে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগনের প্রতিনিধিত্ব করে হয় সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব  করতে চায়। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসেনি এনসিপি।
 
এছাড়া তিনি আরও বলেন, শাপলা প্রতিক পেতে কোন আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারেনা। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।
 
সোমবার দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ন মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী ওমর আলী বাবু সহ জেলা উপজেলার এনসিপির নেতৃবৃন্দরা