গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে ফোকাস সোসাইটির আয়োজনে ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফোকাস সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক অব: মো: সৈয়দজ্জামানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইনডিপেন্ডডেন্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মনিরুল ইসলাম মনির, সমন্বয়কারী (নীরিক্ষা) অপূর্ব মোহন তালুকদার, সিনিয়র উপ-সমন্বয়কারী শফিকুল আলম, উপ- সমন্বয়কারী (নীরিক্ষা) শামীম হোসেন, সহ-সমন্বয়কারী (আইটি) সুমন মিয়া, সহ-সমন্বয়কারী (অর্থ ও হিসাব) রকিবুল হাসান।