বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা | Daily Chandni Bazar বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ ২২:৫৮
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে ইসকন মন্দির সংলগ্ন সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়— একটি হিরো হাঙ্ক (নম্বর: বগুড়া-ল ১২৭০১২) এবং অন্যটি বাজাজ পালসার এনএস (নম্বর: ঢাকা মেট্রো-ল ৪৩৭৪৫৭)।

হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাঁশির বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”