সিরাজগঞ্জে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড | Daily Chandni Bazar সিরাজগঞ্জে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ ০১:৫৮
সিরাজগঞ্জে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতাঃ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুরে স্ত্রী মীম খাতুনকে হত্যার দায়ে স্বামী নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের আকনাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি রহিজ উদ্দিন, তার স্ত্রী মুজুয়ারা খাতুন এবং বোন সেলিনা খাতুনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।

মামলার বিবরণ:
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, আসামি নাজমুল হোসেন ছোটবেলা থেকে কাজীপুরের জাজিরা পূর্বপাড়া গ্রামে তার নানার বাড়িতে থাকতেন। ২০২১ সালে প্রতিবেশী মীম খাতুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ওই বছরের ১৩ নভেম্বর তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন।

বিয়ের পর থেকেই নাজমুল এক লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী মীমকে চাপ দিতে শুরু করেন এবং প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন। এক পর্যায়ে ২০২২ সালের ৬ এপ্রিল মীমকে মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় মীমের বাবা রাসেল মিয়া বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি এবং সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত স্বামী নাজমুল হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং বাকি তিনজনকে খালাস দেন।