বগুড়ায় আ.হক কলেজে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মেডিকেল চেকআপ অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় আ.হক কলেজে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মেডিকেল চেকআপ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ নভেম্বর, ২০২৫ ১৯:৪৬
বগুড়ায় আ.হক কলেজে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মেডিকেল চেকআপ অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় আ.হক কলেজে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মেডিকেল চেকআপ অনুষ্ঠিত

জাতীয় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল চেক-আপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে দিনব্যাপী কলেজ প্রাঙ্গনে ছাত্রদলের এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মোমেনা অনলাইন রক্তদান সংগঠনের সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মাহফূজুল ইসলাম। ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তারা ছাত্রদলের উদ্যোগে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। তিনি বলেন এদেশের কোটি কোটি শিক্ষার্থীদের কাছে ভালোবাসা ও আবেগের নাম তারেক রহমান। এক্ষেত্রে বগুড়ায় তাদের অভিভাবকের প্রতি সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকলের প্রত্যাশাও কিছুটা বেশি। যেহেতু সরকারি আজিজুল হক কলেজ উত্তরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর একটি। এই প্রতিষ্ঠানে অনেক দরিদ্র পরিবারের সন্তানেরাও লেখাপড়া করছে যাদের অনেকের পক্ষে টাকা খরচ করে স্বাস্থ্য পরীক্ষা কিংবা ন্যূনতম রক্তের গ্রুপ নির্ণয়ের জন্যেও ব্যয় করা সম্ভব নয়। শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে তারা রবিবার দিনব্যাপী এই ক্যাম্পেইনের ব্যবস্থা করেছেন। দিনভর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। সুন্দর একটি আয়োজন এর জন্য তিনি ছাত্রদলের আজিজুল হক কলেজ শাখা নেতৃবৃন্দসহ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এমন ইতিবাচক কাজের ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন সন্ধান। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এবং সদস্য সচিব রাফিউল আল-আমিন।