রাজশাহীতে নারী হকি উদ্বোধন | Daily Chandni Bazar রাজশাহীতে নারী হকি উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৫ ১৩:৩৭
রাজশাহীতে নারী হকি উদ্বোধন
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে নারী হকি  উদ্বোধন

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী  জোন-সি রাজশাহী ভেন্যু অঞ্চলের নারী হকি টুর্নামেন্ট রোববার (০২ নভেম্বর ) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী দিনে রংপুর জেলা নারী হকি দল ৫-০ গোলে জয়পুরহাট জেলা নারী হকি দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে মেধা রানী রায় ২ টি গোল করেন।  ইরিনা আক্তার, আনিবা রানী ও রেজাউনা আক্তার করেন ১টি করে গোল। ম্যাচসেরা নির্বাচিত হন রংপুরের  রেজাউনা আক্তার। দিনের অন্য ম্যাচে  ঠাকুরগাঁও জেলা নারী হকি দল ২-০ গোলে দিনাজপুর জেলা নারী হকি দলকে পরাজিত করে।

আনিকা ও কাজলি ১টি করে গোল করেন। ঠাকুরগাঁও এর জামিলা ম্যাচসেরা হন। এ টুর্নামেন্টে ৫টি জেলা নারী হকি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো: জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও ও রংপুর জেলা নারী হকি দল ।

টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উত্তরবঙ্গের ডিসট্রিবিউশন নেটওয়ার্কের আঞ্চলিক প্রধান মো. ফজলুল কবির, হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, টুর্নামেন্ট সমন্বয়ক তারিক উজ্জামান নান্নু ও ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার। এছাড়াও জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য মো. তৌফিকুর রহমান রতন, হকি ফেডারেশনের জাজ এস এম নুর হোসনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।