মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের অংশগ্রহণে বগুড়ায় অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বগুড়া শাখার উদ্যোগে অনূর্ধ্ব-১৯ এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে বাছাই করা সদস্যসহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান। প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. খুরশীদ আলম এবং র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বগুড়ার বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমেই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। তাই এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সচেতন করে তোলার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।