বগুড়া সদরে ধানের শীষের প্রচারণায় তরুণ ভোটারদের গণসংযোগ ও র‍্যালী | Daily Chandni Bazar বগুড়া সদরে ধানের শীষের প্রচারণায় তরুণ ভোটারদের গণসংযোগ ও র‍্যালী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৫ ১৮:৪৪
বগুড়া সদরে ধানের শীষের প্রচারণায় তরুণ ভোটারদের গণসংযোগ ও র‍্যালী
ধানের শীষের স্লোগানে মুখরিত পুরো শহর
ষ্টাফ রিপোর্টার

বগুড়া সদরে ধানের শীষের প্রচারণায়
তরুণ ভোটারদের গণসংযোগ ও র‍্যালী

বগুড়ায় সর্বস্তরের তরুণ সমাজের আয়োজনে সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের ধানের শীষের প্রচারণায় গণসংযোগ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে ধানের শীষের স্লোগানে মুখরিত র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিটু মিলনায়তন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর ও শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণবের উদ্যোগে এই গণসংযোগে তরুণ প্রজন্মের সকল ভোটারদের সাথে র‍্যালিতে যোগ দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ ছাত্রদলের নেতৃস্থানীয় ব্যক্তিরাও। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন হোসেন তানভীর, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, সহ-সভাপতি পূজ্য নন্দী, ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রাতিন আনোয়ারসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দরা। র‍্যালিতে অংশ নেয়া তরুণ ভোটাররা বলেন, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার যেটুকু উন্নয়ন হয়েছে তা বগুড়ার সন্তান তারেক রহমানের হাত ধরেই হয়েছে। আমরা তাকে সামনাসামনি না দেখলেও তিনি আমাদের এলাকার বড় ভাই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিয়ে তারা তারেক রহমানকে বগুড়া সদর থেকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, কোন রাজনৈতিক দলের ব্যানারে নয় তারা স্বেচ্ছায় বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতীক ধানের শীষের প্রচারণায় আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। আয়োজন প্রসঙ্গে বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর ও শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব বলেন, বগুড়ার মাটি বিএনপি ও ধানের শীষের ঘাঁটি। এই মাটির সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকের পক্ষে বগুড়া সদরে ছোট বড় সকলের মাঝে গণজোয়ার উঠেছে। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোট সুষ্ঠুভাবে দিতে পারেনি। সেই আক্ষেপ ঘোচাতে এবার তরুণ থেকে বৃদ্ধ সকলেই উৎসবমুখর ভাবে ভোট দেয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। যেখানেই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হবে মর্মে বগুড়ার আপামর তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে প্রচারণায় নেমেছেন। এ সময় সামস ইসলাম সাগর বলেন, দেশের সিংহভাগ জনগোষ্ঠী আমাদের তরুণ প্রজন্ম। তরুণদের হাত ধরেই সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ। তাই তারা যখন নিজেরাই ধানের শীষের প্রচারণায় নেমেছেন তখন সৃষ্টিকর্তা চাইলে দিনশেষে বিজয় আসবেই। তিনি গণসংযোগে অংশ নেয়া সকল তরুণ ভোটারদের বগুড়া সদরের প্রার্থী তারেক রহমানের পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপন করেন। তারুণ্যের শক্তিতে এভাবেই সকল বাধা উপেক্ষা করে সম্ভাবনাময় আগামী গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।