গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদল, বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন শাখা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওই কার্যালয়ের উদ্বোধন করেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এস আলম, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুয়েল আহম্মেদ। বরেন্য অতিথির বক্তব্য রাখেন থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহিন পাইকার। এ সময় উপস্থিত ছিলেন সুখানপুকুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি নান্টু মিয়া ও শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাবিল হোসেন, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল কাদের, নাড়ুয়ামালা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহিষাবান ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার, শ্রমিকদল নেতা মাহারুল, রনি, জামিরুল, সবুজ, সুমন, শাজাহান, সোনায়সহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের নেতাকর্মী। শেষে অতিথিবৃন্দ বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।