বগুড়া প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা | Daily Chandni Bazar বগুড়া প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৫ ০০:১৮
বগুড়া প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক

বগুড়া প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

শনিবার সকালে বগুড়া প্রেসক্লাবে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা স্বৈরাচার আওয়ামী আমলে বাতিল কৃত ৭ নভেম্বরে জাতীয় দিবস পুর্ণবহালের দাবী জানান।
এতে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। সভা সঞ্চালনা করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা স্বাধীনতা ভ্রুলুন্ঠিত করা আধিপত্যবাদ ও সম্প্রসারনবাদের এজেন্টদের দেশপ্রেমিক সিপাহী-জনতা পূরাভূত করে। স্বাধীনতা রক্ষার এই দিনে সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন।তিনি আরো বলেন আমাদের কোন প্রভু নেই, আমরা জনগণকে নিয়ে রাজণীতি করি। ৭ নভেম্বেরের চেতনায় এগিয়ে যাবার আহবান জনিয়ে বলেন বেগম জিয়া দেশের ঐক্যর প্রতিক।বেগম জিয়া ও তারেক রহমান বগুড়া থেকে বিজয়ী হলে ১৫ বছর আগে থেমে যাওয়া সকল উন্নয়ন কর্মকান্ড পুনরায় শুরু হবে।
চেয়ারপারর্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বগুড়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন প্রেসিডেন্ট জিয়া সাংবাদিকদের জন্য কাজ করে গেছেন,তিনি প্রেস ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছেন, জাতীয় প্রেসক্লাবের ভিত্তি স্থাপন করেছেন।বগুড়া প্রেসক্লাবের ভিত্তি স্থাপন করেছেন তারেক রহমান।
তিনি বলেন নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরতে হবে।তিনি বলেন বিএনপির জন্ম রাজপথে, ৭৪-এর সরকার দেশে দুর্ভিক্ষ্য সৃষ্টি করেছিল কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশে খাদ্য রপ্তানী করে গেছেন।
সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন দেশের সকল ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের প্রয়োজনে এগিয়ে এসেছেন।তিনিই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।এ জন্য জিয়া পরিবার মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন।তিনি সদর আসনে জিয়া পরিবারের সুযোগ্য সদস্য তারেক রহমানকে বিজয়ী করার আহবান জানান।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন - 
সাংবাদিক আবুল কালাম আজাদ,মামুনুর রশিদ মামুন, সবুর শাহ লোটাস, আব্দুর রহিম বগরা, মীর্জা সেলিম রেজা, মতিউল ইসলাম সাদী, মীর সাজ্জাদ আলী সন্তোষ, সৈয়দ ফজলে রাব্বি ডলার, গণেশদাস প্রমুখ।