বগুড়া জেলা রোভারের আয়োজনে আরএসএল রিফ্রেশার্স ও গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়া জেলা রোভারের আয়োজনে আরএসএল রিফ্রেশার্স ও গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৫ ০০:২২
বগুড়া জেলা রোভারের আয়োজনে আরএসএল রিফ্রেশার্স ও গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা রোভারের আয়োজনে আরএসএল রিফ্রেশার্স ও গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের আয়োজনে “আরএসএল রিফ্রেশার্স ও গ্রুপ সভাপতি ওয়ার্কশপ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ নভেম্বর ) দিনব্যাপী বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট,বগুড়া এর সভাকক্ষে  এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ রেজাউল হক, পরিচালক ভোকেশনাল কারিগরি শিক্ষা অধিদপ্তর,ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম (অধ্যক্ষ ভারপ্রাপ্ত) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট,বগুড়া।
 
ওয়ার্কশপে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, কমিশনার, বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার।
 
ওয়ার্কশপে গ্রুপ সভাপতি অংশ পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলে রাব্বী (এলটি), সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এবং আরএসএল রিফ্রেশার্স অংশের পরিচালক ছিলেন স্কাউটার নিলুফা ইয়াসমিন (এলটি), বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।
 
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা রোভারের সম্পাদক স্কাউটার মোঃ আতিকুল আলম, মোঃ হাসান আলী, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, বগুড়া জেলা রোভারের সহকারী কমিশনার  স্কাউটার মোহাম্মাদ এমদাদুল হক,আর এস এল প্রতিনিধি স্কাউটার রায়হান তালুকদার রানা, স্কাউটার মোঃ হারুন অর রশিদ, ডিআরএসএল, সহযোজিত সদস্য, স্কাউটার মোঃ রেদওয়ান ইবনে কাফি, সিনিয়র রোভারমেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার খন্দকার মাহমুদ হাসান স্মরন ও রাশেদ হোসেন সহ ওয়ার্কশপে বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতি এবং আরএসএলবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মশালায় স্কাউট আন্দোলনের উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, রোভার স্কাউটিং কার্যক্রমের সম্প্রসারণ ও গ্রুপ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।