কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নির্দেশ দেওয়া হয়, ওইদিন কেউ ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নের নামে মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে।
হঠাৎ ডাকা হয় বৈঠক
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কোর কমিটির সভাটি হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার। তবে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হঠাৎ আজই বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকায় আসছেন বিভিন্ন জেলার নেতা–কর্মীরা
বৈঠকে জানানো হয়, বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুর থেকে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। পাশাপাশি বিদেশে থাকা দলের কিছু মধ্যম সারির নেতা সামাজিক মাধ্যমে কর্মসূচি প্রচার করছেন, যা নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে।
চেকপোস্ট বসানোর নির্দেশ
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট বসানোর প্রস্তাব বৈঠকে উত্থাপন করলে তা গৃহীত হয়। নিরাপত্তা বাহিনীর একাধিক সংস্থা ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে নজরদারি বাড়ানোর সুপারিশ করে।
সেনাবাহিনী থাকবে মাঠে
বৈঠকে আরও আলোচনা হয়—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরানো হবে কি না। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫০ শতাংশ সদস্য প্রত্যাহারের কথা থাকলেও, আওয়ামী লীগের কর্মসূচির কারণে আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়।
‘কোনো শঙ্কা নেই’—স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন,
“১৩ নভেম্বরের ‘লকডাউন’ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে।”