‘বগুড়া হবে ইসলামের ঘাঁটি’— মাওলানা রফিকুল ইসলাম খান | Daily Chandni Bazar ‘বগুড়া হবে ইসলামের ঘাঁটি’— মাওলানা রফিকুল ইসলাম খান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ ২২:২৬
‘বগুড়া হবে ইসলামের ঘাঁটি’— মাওলানা রফিকুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক

‘বগুড়া হবে ইসলামের ঘাঁটি’— মাওলানা রফিকুল ইসলাম খান

ছবি- নয়া দিগন্ত হতে সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “বগুড়া একক কোনো দলের ঘাঁটি হতে পারে না। আগামী নির্বাচনে বগুড়া হবে পুরোপুরি ইসলামের ঘাঁটি।”

সোমবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে শহর ও জেলা জামায়াতের দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, “আমরা কোনো ব্যক্তি বা পরিবারের রাজনীতি করি না। জামায়াত গণমানুষের কল্যাণে রাজনীতি করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোমর বেঁধে মাঠে নেমে বিজয় ছিনিয়ে আনতে দায়িত্বশীলদের আরও বেশি কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “যাদের কাছে নিজ দলের নেতাকর্মী নিরাপদ নয়, তাদের কাছে দেশ ও জাতি নিরাপদ থাকতে পারে না। তারা নিজেদের নেতাকর্মীদেরই খুন করেছে। জামায়াত একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ জাতিকে উপহার দিতে চায়। এজন্য আগামী নির্বাচনে জামায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে হবে। তবেই ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

বগুড়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে কারা টেম্পু স্ট্যান্ড দখল করেছে, কারা দুর্নীতি করেছে, কারা চাঁদাবাজি ও সহিংসতা চালিয়েছে— তা জাতি জানে। আওয়ামী লীগ মানুষকে লগি-বৈঠা দিয়ে হত্যা করেছে, আরেকটি দল চাঁদা না পেয়ে পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। জনগণ এবার ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”

তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। নারী-পুরুষ সবাইকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় সম্পদে পরিণত করা হবে। বাংলাদেশকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।