ঢাকায় বগুড়াবাসীর মিলনমেলা: বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান | Daily Chandni Bazar ঢাকায় বগুড়াবাসীর মিলনমেলা: বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ ২২:২৯
ঢাকায় বগুড়াবাসীর মিলনমেলা: বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় বগুড়াবাসীর মিলনমেলা: বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ভিআইপি রোড ও কাকরাইলের চারটি অডিটোরিয়ামে একযোগে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা-এর সাধারণ সভা, নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই জমকালো আয়োজন।

সমিতির সভাপতি ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. রবিউল হোসেন রবি-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক লালু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া বেগম, বিজি প্রেসের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক, মর্ডান মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম মাইদুল ইসলাম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম, সিটি এসবির ডিআইজি মীর আশরাফ আলী, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ, এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবিএম রেজাউল বারী শাহীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. আব্দুর রব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. এমদাদুল হক, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান, বাংলাদেশ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন মুকুল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু প্রমুখ।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান দীপু, শোক প্রস্তাব উপস্থাপন করেন সহ-সভাপতি আ. ফ. ম. জিন্নাতুল ইসলাম তপন, গঠনতন্ত্র সংশোধনী উপস্থাপন করেন সহ-সভাপতি ড. এ. কে. এম. আহসান হাবিব রুবেল, এবং অডিট ও বাজেট উপস্থাপন করেন অর্থ সম্পাদক ড. মো. হালিম উল হক লিটন
বক্তব্য দেন আরও সহ-সভাপতি মোকাররম হোসেন, ডা. আতাউর রহমান, ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক

অনুষ্ঠানে বগুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এদিন মধ্যাহ্নভোজে দুই হাজারের বেশি বগুড়াবাসীকে আপ্যায়ন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সুরের মূর্ছনায় দর্শককে মাতিয়ে রাখেন জনপ্রিয় শিল্পীরা — কনকচাঁপা, জিনিয়া জাফরিন লুইপা, সজল মাহমুদ, মেজবাহ বাপ্পি, ম্যাক আপেল প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে লটারি ড্রয়ের মাধ্যমে পর্দা নামে এই দিনব্যাপী বগুড়াবাসীর মিলনমেলার।


আপনি চাইলে আমি এর জন্য একটি আরও আকর্ষণীয় অনলাইন নিউজ শিরোনাম ও সাবহেডলাইন সাজিয়ে দিতে পারি, যেমন:

ঢাকায় বগুড়াবাসীর মিলনমেলা: সংগীত-আড্ডায় জমজমাট বৃহত্তর বগুড়া সমিতির অভিষেক
দুই হাজারের বেশি অংশগ্রহণকারীর উপস্থিতিতে উৎসবমুখর আয়োজন আইডিইবি অডিটোরিয়ামে