জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা পরপর চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা সদ্য মনোনয়ন পাওয়া সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীর মনোনয়ন বাতিলের দাবি জানান এবং দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মিছিল চলাকালে তারা স্লোগান দেন—
“অতিথি পাখি বারীকে মানি না, মানবো না”,
“আমলার মনোনয়ন মানি না, মানবো না”,
“গোলাম মোস্তফার ন্যায্য অধিকার ফিরিয়ে দাও”।
অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিতপ্রাণ, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া পরীক্ষিত নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে বঞ্চিত করে একজন বহিরাগত ও অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তাদের দাবি, সদ্য মনোনীত প্রার্থী আব্দুল বারী কখনও রাজনৈতিক মাঠে ছিলেন না, বরং “অতিথি পাখির মতো হঠাৎ এলাকায় এসে” মনোনয়ন পেয়েছেন—যা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অন্যায়।
মশাল মিছিলে নেতৃত্ব দেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সহ-সভাপতি আবুল খায়ের, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শরিফ মেম্বারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী।
বিক্ষোভ শেষে কর্মীরা জানান, দলের মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে আন্দোলন আরও জোরদার করা হবে।