গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন | Daily Chandni Bazar গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ ২৩:০৯
গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক

গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ছবি- bdnews24 হতে সংগৃহীত।

বগুড়ার গাবতলী উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবীর এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—
 বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ (২৮)
 মানিক (২৮)
 মনিরুজ্জামান ওরফে মিশু (২৭)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—
পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০)
দেলোয়ার হোসেন দুলু (৫৮)
আশিক (২৮)।

সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল পিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন বলে জানান পিপি।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল বাছেদ বলেন, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকার বাসিন্দা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫) তার চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াতে যোগ দিতে বৈঠাভাঙা গ্রামে যান।

দাওয়াত শেষে তিনি চাচাতো ভাই নয়ন ও আসাদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে একদল লোক তাদের পথরোধ করে এবং তোজাম্মেল ও নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তোজাম্মেল হক মারা যান।

ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে গাবতলী থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা করে জরিমানা করার আদেশ দেন।