শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও খাবার বিতরণ | Daily Chandni Bazar শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও খাবার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫ ২২:১৫
শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও খাবার বিতরণ
বিশেষ সংবাদদাতা, শেরপুর, বগুড়াঃ

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও খাবার বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলায় দরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও খাবার বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন দরিদ্র নারী ও পুরুষকে দুইটি করে ছাগল, ২৫ কেজি পশুখাদ্য এবং পাঁচটি করে ম্যাট দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাজমির রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার, লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা মকরেমা আক্তারসহ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা। অতিথিরা বলেন, সরকারের এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা আত্মনির্ভর হতে পারবেন। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে তারা নিজেরা আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা।