জয়পুরহাট রেলস্টেশনে যাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় হেড বুকিং সহকারী সাময়িক বরখাস্ত | Daily Chandni Bazar জয়পুরহাট রেলস্টেশনে যাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় হেড বুকিং সহকারী সাময়িক বরখাস্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫ ২২:২১
জয়পুরহাট রেলস্টেশনে যাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় হেড বুকিং সহকারী সাময়িক বরখাস্ত
মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট

জয়পুরহাট রেলস্টেশনে যাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় হেড বুকিং সহকারী সাময়িক বরখাস্ত

জয়পুরহাট রেলস্টেশনে এক যাত্রীকে লাঞ্ছিত ও যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জয়পুরহাট রেল স্টেশনের হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ।
 
গত ৬ নভেম্বর ট্রেনের টিকিট কাটার সময় ভাংতি টাকাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক নামে এক যাত্রীকে হেট বুকিং সহকারি মনিরুল করিম মুন টিকিট রুম থেকে থেকে বের হয়ে ধাক্কাধাক্কি পর লাঞ্ছিত করে টিকিট রুমে জোরপূর্বক নিয়ে যান
  মুন। 
এ ঘটনায় তার বিরুদ্ধে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী যাত্রী আব্দুর রাজ্জাক আকন্দ।
 
অভিযোগে আরও বলা হয়, জয়পুরহাটের বাসিন্দা হওয়ায় তিনি নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং টিকিট সিন্ডিকেটের মূলহোতা হিসেবেও কাজ করেন।
 
এদিকে, গত ১০ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় রেলস্টেশন চত্বরে মনিরুল করিম মুনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।