সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল লতিফ খতিব (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লতিফ খতিব সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, খতিব দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার (১২ নভেম্বর) ভোরে স্থানীয়রা সাহেবগঞ্জ এলাকার ফুলজোড় নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সলঙ্গা থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লতিফ খতিবকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশটির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।”
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।