রেলওয়ে শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে দ্রুত কারখানা এলাকা ত্যাগ করেছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ— এমন অভিযোগ উঠেছে। তবে তিনি অভিযোগটি অস্বীকার করেছেন।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুরু করে। শ্রমিকদের অভিযোগ, ডিএস কর্মসূচির খবর পেয়ে নির্ধারিত সময়ের প্রায় ৯ মিনিট আগে গাড়িতে করে অফিস ত্যাগ করেন।
দিনটির কর্মসূচি ছিল রেলওয়ের সব ট্রেডে পদোন্নতি এবং দ্রুত পে-কমিশন বাস্তবায়নের দাবি নিয়ে। শ্রমিক নেতারা ঘোষণা দেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পদোন্নতি কার্যকর না হলে এবং ৩০ ডিসেম্বরের মধ্যে পে-কমিশন বাস্তবায়ন না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
শ্রমিকদের বিক্ষোভ মিছিলটি কারখানার ক্যারেজ সপ থেকে শুরু হয়ে ডিএস কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী রেল শ্রমিক কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম, শ্রমিক নেতা বুলু রহমান, একরাম, ও দুলাল প্রামানিক প্রমুখ।
জাতীয়তাবাদী রেল শ্রমিক কর্মচারী দল, কারখানা ও ওপেন লাইন শাখার শ্রমিক-কর্মচারীরা এই কর্মসূচির আয়োজন করে।