বগুড়ার গাবতলী বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানকে গতকাল বুধবার তাঁর অফিস কার্যালয়ে গিয়ে ফুলেল সংবর্ধনা জানান উপজেলা সার ও বীজ ডিলার এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার আহম্মেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, উপজেলা সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি মো: নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আজিজার রহমান, সহ-সভাপতি আ: মতিন বেলাল, মাষ্টার মোমিনুল ইসলাম, সাবেক সভাপতি ও উপদেষ্টা হাছান আলীসহ সকল সার ও বীজ ডিলারগণ। উল্লেখ্য, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান গাবতলী হতে বদলী হয়েছেন। তিনি পদোন্নতি পেয়ে কুড়িগ্রাম জেলা অতিরিক্ত উপ-পরিচালক পদে যোগদান করবেন।