রংপুর (বেরোবি) শিক্ষার্থীরা যৌন নিপীড়নকারী শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন | Daily Chandni Bazar রংপুর (বেরোবি) শিক্ষার্থীরা যৌন নিপীড়নকারী শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫ ২৩:১০
রংপুর (বেরোবি) শিক্ষার্থীরা যৌন নিপীড়নকারী শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন
জালাল উদ্দিন,রংপুরঃ

রংপুর (বেরোবি) শিক্ষার্থীরা যৌন নিপীড়নকারী শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন

যৌন নিপীড়নকারী শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। সম্প্রতি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. সাকিবুল ইসলাম ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শামিম হোসাইনের নামে যৌন হয়রানির অভিযোগ দেয় দুই বিভাগের দুই নারী শিক্ষার্থী। বুধবার (১২ নভেম্বর) দুপুরে যৌন নিপীড়নকারী সেই শিক্ষকদের শাস্তিস্বরুপ স্থায়ী বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া রোডে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে মিডিয়া চত্ত্বরে এসে মানববন্ধন শেষ করে। এ সময় শিক্ষার্থীরা মানববন্ধন থেকে ওই শিক্ষক মো. সাকিবুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, যৌন নিপীড়নকারী আমাদের শিক্ষক সাকিবুল স্যারের স্থায়ী বহিষ্কার চাই। শাস্তি না দিলে আমরা তার ক্লাস আর করবো না। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, মুলা ঝুলানো কমিটি আমরা আর দেখতে চাই না। আমরা সঠিক বিচার চাই।