বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা | Daily Chandni Bazar বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫ ২৩:০০
বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

বগুড়ার সুখানপুকুর এলাকায় সান্তাহার-বোনারপাড়া রেলরুটের রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে সুখানপুকুর ও সৈয়দ আহমদ ডিগ্রি কলেজের মাঝামাঝি নতুনপাড়া সুকান্তপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিয়মিত রেললাইন পরিদর্শনের সময় রক্ষণাবেক্ষণ দল দুটি ফিশপ্লেট খোলা অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে রেলের কর্মীরা ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

তিনি আরও বলেন, “এটি ইচ্ছাকৃত নাশকতার ইঙ্গিত বহন করে। সামান্য বিলম্ব হলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটতে পারত।”

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বগুড়া রেলস্টেশন থেকে আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে।