বগুড়া সরকারি আজিজুল কলেজে বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar বগুড়া সরকারি আজিজুল কলেজে বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫ ২৩:০৯
বগুড়া সরকারি আজিজুল কলেজে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক

বগুড়া সরকারি আজিজুল কলেজে বিক্ষোভ মিছিল

লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধসহ দেশব্যাপী সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার এইচআরডি সম্পাদক আল জাবের হক্কানী, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহ, ইসলামী ছাত্রশিবির আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং কলেজ সেক্রেটারি সাকিব হাসান তামিম।

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।