ধামইরহাটে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজনে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান | Daily Chandni Bazar ধামইরহাটে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজনে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫ ২৩:৩৪
ধামইরহাটে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজনে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান
উপজেলা সংবাদদাতা, ধামইরহাট, নওগাঁঃ

ধামইরহাটে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজনে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান

নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হানজালার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, সহকারি শিক্ষক আবদুর রউফ, ইলিয়াস মার্ডি, ধামইরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ প্রমুখ। অনুষ্ঠানে প্লাস্টিক ও পলিথিনের অবাধ ব্যবহার রোধে বর্তমান করনীয় শীর্ষক বিষয়ে শিক্ষার্থীদের উপস্থিত বক্তব্য, অঙ্কন প্রতিযোগীতা ও প্লাস্টিক বর্জ্য দিয়ে পুর্নব্যবহারযোগ্য বিভিন্ন জীনিস তৈরী করেন শিক্ষার্থীরা। পরে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়।