বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা প্রচার ও শিবগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের পক্ষে জনসংযোগ করেছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল রাহী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বারিকতলা, কালিতলা ও মাঝিহট্ট ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এসময় আল রাহী বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছি। একই সঙ্গে শিবগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের পক্ষে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালাচ্ছি।”
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা মাইনুল ইসলাম রুপম, মাঝিহট্ট ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সরদার, যুবদল নেতা রনি, ছাত্রদল নেতা রাব্বি হাসান, তারিকুল ইসলাম সুমন, হাসান, সজিব, মোতাহারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।