টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, বগুড়ায় অধ্যয়নরত ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস পার্টি ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাবেক সচিব, চেয়ারম্যান, জনতা ব্যাংক পিএলসি, ভাইস-চেয়ারম্যান পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাষ্ট্রি ও টিএমএসএস উপদেষ্টা মুহাম্মদ ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাবেক ভাইস চ্যান্সেলর ও পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর এমিরেটস প্রফেসর এবং টিএমএসএস উপদেষ্টা প্রফেসর ডঃ এম আফজাল হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক (অশোকা ফেলো, পিএইচএফ অ্যান্ড একেএস) অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম।
কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্ণিং বডির চেয়ারম্যান ও টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক এর ডিএমডি মোঃ শহিদুল ইসলাম, ডিএমডি মোঃ জাহাঙ্গীর আলম, টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলী, উপাধ্যক্ষ মোছাঃ গুলশান আরা পারভীন, টিপিএসসি গভর্ণিং বডির সদস্য আবু তাহের মো. রফিকুল ইসলাম সহ গভর্ণিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। ছাত্র-ছাত্রীবৃন্দ ক্লাস পার্টিতে নিজ নিজ শ্রেণিকক্ষ মনোরমভাবে সু-সজ্জিত করে। ক্লাস পার্টি ও নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা বাদ্যের তালে তালে সংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে আনন্দ উল্লাসে মেতে উঠে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন ও নবীনদের উদ্দ্যেশে মানপত্র পাঠ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ কর্তৃপক্ষের এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির পারফরমেন্স বিবেচনায় শ্রেণি/শাখার শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।