বগুড়ার গাবতলীতে মামলা দায়েরের ৪০বছর পর আদালতের রায়ে ৬৭শতক জমি দখল পেলো রফিকুল ইসলাম গং। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকঢোল পিটিয়ে জেলা জজ আদালতের নির্দেশে স্থানীয় পুলিশের সহায়তায় দখল করে পেলো ওই ৬৭শতক জমি।
জানা গেছে, গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দিুপর মধ্যপাড়া গ্রামের কাশেম আলী মন্ডল পৈত্রিকসূত্রে ৬৭শতক জমি ভোগদখল করে আসছিলেন। কিন্তু বিগত ১৯৮৭সালে কাশেম আলী মন্ডল একই গ্রামের রমজান আলী মন্ডলের বিরুদ্ধে গাবতলী থানার সিনিয়র সহকারী জজ আদালতে একটি বন্টন মামলা দায়ের করেন। যার মামলা নং ১৩/৮৭। দীর্ঘদিন মামলা চলার পর ২০১৭সালের ২২জানুয়ারী মামলাটির রায় পান কাশেম আলী মন্ডল। কিন্তু জমি দখলে নিতে বাধা দেয় প্রতিপক্ষরা। এরই মধ্যে রমজান আলী মন্ডল ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে শুনানীঅন্তে ২০১৭সালের ৬মার্চ স্থগিতাদেশ দেন আদালত। এরপর কাশেমের মৃত্যুর পর তার ছেলে রফিকুল ইসলাম (৪৮) আপত্তির মাধ্যমে ওই স্থগিতাদেশ এর বিরুদ্ধে ২০২৪সালের ১৬জানুয়ারী চূড়ান্ত রায় পান। এরই প্রেক্ষিতে জেলা জজ আদালতের নির্দেশে নাজিরসহ স্থানীয় পুলিশ প্রশাসন গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে এসে লাল ফ্লাগ বসিয়ে ৬৭শতক জমির দখল বুঝিয়ে দেন। এ সময় নাড়ুয়ামালা ইউপির প্যানেল চেয়ারম্যান গোলজারসহ শতশত নারী-পুলিশ উপস্থিত ছিলেন।