রাজশাহীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শুরু কাল | Daily Chandni Bazar রাজশাহীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শুরু কাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫ ০০:২১
রাজশাহীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শুরু কাল
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শুরু কাল

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের  আয়োজনে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাজশাহীতে  সপ্তাহব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল।

টুর্নামেন্টে মোট ২৪ টি কলেজ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।

'ক' গ্রুপে অংশগ্রহণকারী কলেজগুলো হলো প্রেমতলী ডিগ্রি কলজ, কাঁকনহাট ডিগ্রি কলেজ,মোহনপুর সরকারি কলেজ,দারুশা কলেজ,নিউ গভঃ ডিগ্রি কলেজ,কাশিয়াডাঙ্গা কলেজ, কোর্ট কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,ধোপাহাটা ডিগ্রি কলেজ, দুর্গাপুর ডিগ্রি কলেজ, আত্রাই আলিম মাদ্রাসা ও নওহাটা ডিগ্রি কলেজ।

'খ' গ্রুপে অংশগ্রহণকারী কলেজগুলো হলো শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ,শলুয়া ডিগ্রি কলেজ,আদর্শ ডিগ্রি কলেজ, রাজশাহী কলেজ,রাজশাহী সরকারি মডেল স্কুল এ্যান্ড কলেজ,শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ডিগ্রি কলেজ, পদ্মা কলেজ, রাজশাহী স,শি মডেল স্কুল এ্যান্ড কলেজ,বরেন্দ্র কলেজ,সরদহ ডিগ্রি কলেজ, শাহমখদুম কলেজ ও আড়ানী ডিগ্রি কলেজ


টুর্নামেন্টের  ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে।

 
আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি থাকবেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। সভাপতিত্ব করবেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

উদ্বোধনী দিনে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকল ৯ টায় প্রেমতলী ডিগ্রি কলেজ ধোপাঘাটা ডিগ্রি কলেজের এবং একই দিনে বেলা আড়াইটায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ বরেন্দ্র কলেজের মোকাবেলা করবে।