রংপুুরে চকইসবপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত | Daily Chandni Bazar রংপুুরে চকইসবপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫ ০০:২৪
রংপুুরে চকইসবপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
জালাল উদ্দিন,রংপুর ঃ

রংপুুরে চকইসবপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

 রংপুুরে চকইসবপুর ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গতকাল (১৩ নভেম্বর) সকাল ১১টায় রংপুরের নয়ারহাট এলাকায় চকইসবপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গনে  নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর সদর ৩ আসনের এমপি প্রার্থী মোঃ সামসুজ্জামান সামু । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকইসবপুর ডিগ্রি কলেজের গভর্নিং বোডির সভাপতি  মোঃ মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুল, চকইসবপুর ডিগ্রি কলেজের  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রজব আলী, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপিত জান্নাতুল ইসলাম দুদু, চকইসবপুর ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের সাহকারি অধ্যাপক আফরোজা খানম, চকইসবপুর ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক সামসুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠনে রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর সদর ৩ আসনের এমপি প্রার্থী মোঃ সামসুজ্জামান সামু বলেন, আমি রংপুরের জন্য কাজ করতে চাই । আমি নির্বাচিত হলে  মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, পরিবর্তন হবে চকইসবপুর কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠনগুলোর। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে  রাজনীতি করি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতি করি।,ধানের শীষের পক্ষে কাজ করি। আমি আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে দোয়া চাই। তিনি আরও বলের, বিএপি নির্বাচি হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর পুর্বের সকল নিতিমালা ও কাঠামো ভেঙ্গে নতুন করে ঢেলে সাজাবেন, শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজী সহ অন্যান্য বিদেশী ভাষা শেখার ব্যাবস্থা থাকবে ।