বগুড়া-২ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার | Daily Chandni Bazar বগুড়া-২ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫ ২২:৪০
বগুড়া-২ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া-২ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপি এ আসনটি তাকে ছেড়ে দিতে পারে—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে ঘুরছিল। বগুড়ার সাতটি আসনের মধ্যে বগুড়া-২ ছাড়া বাকি ছয়টিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। অবশেষে শূন্য থাকা আসনটিতে নিজেই প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মান্না।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মান্না বলেন,
“যেহেতু আমার বাড়ি শিবগঞ্জে, আমি শিবগঞ্জেই রাজনীতি করব। আমাকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় পাঠাতে পারবে না। এটা আমার জায়গা। শিবগঞ্জের উন্নয়নের জন্য কাজ করব। আপনারা সমর্থন দিলে, ভোট হলে আমি এখান থেকেই প্রার্থী হবো। আমার দল আছে, নিবন্ধন আছে, মার্কা আছে—সেই মার্কায়ই ভোট করব।”

তিনি আরও বলেন,
“কারও সঙ্গে শত্রুতা নেই; যে ভালো কাজ করবে, তার সঙ্গেই আছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বলেছেন—আমরা আপনাদের চাই, আপনারা ভালো মানুষ, আন্দোলন করেছেন। আমি বলেছি, আমার ব্যক্তিগত দাবি নেই; দাবি শুধু জনগণের পক্ষে।”

বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট ও আসন ভাগাভাগি প্রসঙ্গে মান্না বলেন,
“আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। আগে থেকেই সমঝোতা ছিল। আমরা অনেক দিন ধরে আন্দোলন করছি—সরকার পরিবর্তনের না, সমাজ পরিবর্তনের আন্দোলন। কোথায় কার অবস্থান ভালো, সে অনুযায়ী এ সপ্তাহেই আলোচনা হবে। আরপিও যা বলবে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা জোটগতভাবে ১৪২ আসন চাইব। নাগরিক ঐক্যের জন্য ৫০–৬০টি আসন চাইব, যার মধ্যে ২৫–৩০টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।”

সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, গাজীপুর নাগরিক ঐক্যের আহ্বায়ক রানা, ছাত্র ঐক্যের নেতা তৌফিক হাসান প্রমুখ।