ষড়যন্ত্র বন্ধ করে ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কাহালু উপজেলার মুরইল ও মালঞ্চা ইউনিয়নের যৌথ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত এই কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা, যা সম্ভব কেবল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। সব সমস্যার সমাধান রয়েছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বা তাদের মনের কথা বুঝবে না।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার এলে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলোর সমাধান হবে—এর বাইরে সমাধানের কোনো সুযোগ নেই। তাই ষড়যন্ত্র নয়, সকলকে ভোটের রাজনীতিতে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হতে হবে।