প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫ ২২:৫৫
বগুড়া বি.আর.টি.সি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির পুনরায় কাজল সভাপতি আকরাম সা: সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
বগুড়া বি.আর.টি.সি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে পুনরায় মো: আসাদুল হক কাজল (ছাতা) সভাপতি ও মো: তোফাজ্জল হোসেন আকরাম (উড়োজাহাজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৩ নভেম্বর বৃহস্পতিবার মার্কেটে গোল চত্তরের দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান মাসুদ।
এবারের নির্বাচনে সংগঠনের ৩৬৭ জন ভোটারের মধ্যে ৩৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ।
এবারের নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন
সহ-সভাপতি পদে মো: রবিউল ইসলাম পারভেজ (হারিকেন), মো: মোফাজ্জল হোসেন সরকার (ডাব), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: রুবেল শেখ (শাপলা ফুল), সংগঠনিক সম্পাদক পদে মোঃ তৌহিদুর রহমান সাজু (দোয়াত কলম), অর্থ সম্পাদক পদে সৈয়দ নুরুল ইসলাম নয়ন (আম), দপ্তর সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম (মোরগ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: মিনহাজুল ইসলাম মুন্না (মাছ), ধর্মীয় সম্পাদক পদে মোঃ আহসান হাবিব (মিনার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ গোলাম রব্বানী (ফুটবল), কার্যনির্বাহী সদস্য পদে মো: সুমন সরকার (মোবাইল), মোঃ আব্দুল আলীম (জগ), মো: তৌহিদুল ইসলাম (দোয়েল পাখি), মোঃ মানিক আকন্দ (টিয়া পাখি) নির্বাচিত হয়েছেন ।