প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫ ২৩:১১
কাহালুতে সড়ক দুর্ঘটনায় বক শিকারীর মৃত্যু
উপজেলা সংবাদদাতা, কাহালু, বগুড়াঃ
বগুড়ার রানীরহাট–দেওগ্রাম সড়কের কাহালু উপজেলার মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ গেটের সামনে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মাটিবাহী একটি ট্রাকের ধাক্কায় আনার হোসেন (৩৫) নামের এক বক শিকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আনার হোসেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বিশা বড়গাছা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শেষ রাতে অটোভ্যান নিয়ে বক শিকার করতে বের হয়েছিলেন আনার হোসেন। পথে কলেজ গেট এলাকায় পৌঁছালে একটি মাটিবাহী ট্রাক তার অটোভ্যানকে প্রচণ্ড ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।