পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (PUST), বগুড়ায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে জর্জ বার্নার্ড শ’র বিখ্যাত নাটক ‘আর্মস অ্যান্ড দ্য ম্যান’ মঞ্চস্থ হয়েছে। শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সহপাঠ্যক্রমের অংশ হিসেবে ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এই নাটকে অভিনয় করে। মানবিক দুর্বলতা, প্রেম ও যুদ্ধের চিরন্তন টানাপোড়েনকে ঘিরে রচিত শ’র এই নাটকটিতে শিক্ষার্থীরা প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলো ফুটিয়ে তোলে।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের সাহিত্য, নাটক ও সৃষ্টিশীলতার প্রতি আগ্রহকে আরও গভীর করবে।” তিনি শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগকে প্রশংসা করেন এবং বহুমাত্রিক দক্ষতা উন্নয়নে এ ধরনের নাট্য আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—
ফাতেমা তুজ সুমাইয়া, মোঃ শিহাব মণ্ডল, মোঃ মুশফিকুর রহমান, মোছাঃ ইশরাত জাহান, মোছাঃ কনিকা আক্তার ছোঁয়া, মোঃ আলিফ হোসেন নিয়ম, অর্ণব সরকার, মোঃ আমিনুল ইসলাম ও আব্দুল কাদের।
মঞ্চায়নের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক মোঃ মীর সাকিব আহনাফ, অনিন্দিতা পাল, কানিজ ফাতেমা ও অপূর্ব রায়।
দর্শক সারিতে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন—
পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, পাশাপাশি ইংরেজি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।