দুপচাঁচিয়ায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহিতের গণসংযোগ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহিতের গণসংযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫ ২৩:২৯
দুপচাঁচিয়ায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহিতের গণসংযোগ
উপজেলা সংবাদদাতা, দুপচাঁচিয়া, বগুড়াঃ

দুপচাঁচিয়ায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহিতের গণসংযোগ

বগুড়া-৩ আসনের(আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মুহিত তালুকদার ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেছেন। ১৪নভেম্বর দুপচাঁচিয়া উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে যুবদলের কার্যালয় চত্বরে জেলা ছাত্রদলের সহত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গার সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদারের পরিচালনায় গণসংযোগে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মুহিত তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সহসভাপতি আবু নাছের, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, যুবদল নেতা শহীদুল ইসলাম, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, ছাত্রদল নেতা মেহেদী হাসান, তালহা, রাকিব সহ ছাত্রদল নেতাকর্মী।