নন্দীগ্রামে ইউএনও সেজে প্রতারণা : শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান | Daily Chandni Bazar নন্দীগ্রামে ইউএনও সেজে প্রতারণা : শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫ ২৩:৩৮
নন্দীগ্রামে ইউএনও সেজে প্রতারণা : শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

নন্দীগ্রামে ইউএনও সেজে প্রতারণা : শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান

বগুড়ার নন্দীগ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে প্রতারকচক্র। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকদের কাছে ফোন করে নিজেদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে সরকারি প্রকল্পের ল্যাপটপ ও কম্পিউটার প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে প্রতারকরা।

বিশেষ করে ০১৭৬৮৮৯৯৪০৫ নম্বরটি ব্যবহার করে প্রতারকরা সরকারি সুবিধা দেওয়ার নাম করে টাকা পাঠানোর চাপ সৃষ্টি করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর নন্দীগ্রাম উপজেলার নির্বাহী অফিসার আরিফুল ইসলাম শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা জারি করেছেন।

ইউএনও আরিফুল ইসলাম বলেন, “আমি বা উপজেলা প্রশাসনের কেউ কখনো কোনো শিক্ষক বা প্রতিষ্ঠানের নিকট থেকে সরকারি সুযোগ-সুবিধার বিনিময়ে টাকা চাই না। প্রশাসনের নাম ব্যবহার করে প্রতারণা করা একটি গুরুতর অপরাধ। শিক্ষকদের প্রতি অনুরোধ, এমন ফোন কল পেলে কোনো প্রকার লেনদেন করবেন না এবং সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের জানাবেন।”

তিনি আরও বলেন, “সরকারি প্রকল্পের আওতায় ল্যাপটপ, কম্পিউটার বা অন্যান্য উপকরণ সরবরাহের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা টাকা লেনদেনের প্রয়োজন নেই। সবকিছুই নিয়ম অনুযায়ী পৌরসভা বা বিদ্যালয় ব্যবস্থাপনার মাধ্যমে প্রদান করা হয়।”

প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে স্থানীয় সব বিদ্যালয়ে সতর্কবার্তা পাঠিয়েছে এবং সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে নেওয়া হয়েছে। ইউএনও জানান, এই নম্বর থেকে আবারও ফোন এলে তাৎক্ষণিকভাবে থানায় বা উপজেলা প্রশাসনে জানাতে হবে।

ইউএনও আরিফুল ইসলাম শিক্ষক ও সাধারণ জনগণকে সতর্ক করে বলেন, “প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কাজ করছি। আশা করছি দ্রুত তাদের শনাক্ত করা সম্ভব হবে। কেউ যেন প্রতারণার শিকার না হন, এটাই আমাদের মূল লক্ষ্য। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।”