বগুড়ায় মোঃ আমিনুল ইসলাম কর্তৃক দখলকৃত সম্পত্তির কারণে প্রতিবেশির ঘর-বাড়ি ভেঙ্গে যাওয়ায় ক্ষতিপূরুণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বগুড়া শহরের এরুরিয়া সিল্কিবান্ধা স্ট্র্যান্ডে এলাকাবাসী এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জিয়াউল হক, ব্যবসায়ী মামুন মিয়া, ফারজানা ববি শিপু, ছামছুন্নাহার, ভূক্তভোগী বিধবা আছিয়া, রাশেদা, ওই এলাকার লিটন, শিরিন, রুনা, রুলি ও জুইসহ প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, আমিনুল ইসলাম প্রথমে সিল্কিবান্ধা গ্রামের মিানার এর বাড়ি টিনসহ অন্যান্য আসবাবপত্র বের করে নিয়ে যায়। পরে সেখানে তার নামে ওই জায়গা বলে দাবি করে ব্যানার টানিয়ে দেয়। এরপর সম্প্রতি অতি বৃষ্টিতে গভীর রাতে ওই বাড়ির দেয়াল ধ্বসে পড়ে প্রতিবেশী বিধবা আছিয়া ও রাশেদার বাড়ি ভেঙ্গে যায়। যাদের বাড়ি ভেঙ্গে গেছে তারা নিহাত গরীব। তাদের নতুন করে বাড়ি তৈরি করার সামর্থ নেই। এ ঘটনার পর আমিনুল ইসলাম ভূক্তভোগী দুই পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলে তিনি তার কথা রাখেননি। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন।
ওই এলাকার জিয়াউল হক বলেন, এ ঘটনায় কোন প্রতিকার না পেয়ে আমরা গ্রামবাসী তার বিরুদ্ধে মানববন্ধন করার সিদ্ধান্ত নেই। শুক্রবার সকালে মানববন্ধন করার জন্য একটি মাইক ভাড়া করে এলাকার প্রচার চালানো হয়। বেলা সাড়ে ১০ টায় আমিনুল ইসলাম ও তার সহযোগিরা আমাকে মানববন্ধন করতে নিষেধ করে। আমি তাতে সম্মত না হলে তারা আমাকে মারপিট করে। এমনকি প্রাণ নাশের হুমকি দেয়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি।
মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনসহ সকলের নিকট এমন ঘটনার বিচার দাবি করেন। এবং একই সাথে ভাঙ্গা বাড়ি—ঘরের ক্ষতিপূরুণের দাবি জানান।