সাবেক স্ত্রীর করা হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার | Daily Chandni Bazar সাবেক স্ত্রীর করা হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫ ২২:৫৯
সাবেক স্ত্রীর করা হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

সাবেক স্ত্রীর করা হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার

সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হিরো আলম–কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর রামপুরা উলনের একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানার পুলিশ

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান। তিনি জানান, গত ২৩ জুন হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রিয়া মনি হিরো আলমের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন। ওই মামলায় আহসান হাবিব সেলিম নামের আরেক ব্যক্তিকেও আসামি করা হয়।

ডিএমপি কর্মকর্তা আরও জানান, মামলায় আদালত গত ১২ নভেম্বর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে আজ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে যা বলা আছে

মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি হিরো আলম ও তাঁর সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে পারিবারিক মনোমালিন্য দেখা দেয়। পরে হিরো আলম তাঁকে তালাক দেন এবং বাসা থেকে বের করে দেন।

এরপর গত ২১ জুন উভয় পক্ষের মধ্যে মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল থানার পাশের একটি বাসায় রিয়া মনি এবং তাঁর পরিবারের সদস্যদের ডাকা হয়। এ সময় হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিয়া মনি ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন।

পরবর্তী সময়ে তাঁরা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে রিয়া মনির শরীরে জখমের সৃষ্টি হয়। একই সঙ্গে তাঁর গলায় থাকা দেড় ভরি সোনার চেইন চুরির অভিযোগও আনা হয়েছে।