অবশেষে নতুন ইউনিফর্ম পেল বাংলাদেশ পুলিশ। শনিবার ১৫ নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা লৌহ-রঙের নতুন পোশাক পরছেন। পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লৌহ-আয়রন রঙে। র্যাবের পোশাক জলপাই-অলিভ এবং আনসারের পোশাক সোনালি গমের-গোল্ডেন হুইট রঙে।
বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন ইউনিফর্ম অনুমোদন করে। এরই অংশ হিসেবে মহানগর পুলিশের জন্য নতুন লৌহ-রঙের পোশাক কার্যকর করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-PBI, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশও এই পোশাক পরবে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার-ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আজ থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পাবেন।”
পুলিশ সদর দপ্তরের এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর এএইচএম শাহাদাত হোসাইন জানান, জেলা ও রেঞ্জ পুলিশও ধীরে ধীরে নতুন পোশাকে রূপান্তরিত হবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন এবং স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন-এসপিবিএন তাদের আগের পোশাকই বজায় রাখবে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। পুলিশ, র্যাব ও আনসারের জন্য তিনটি নতুন পোশাক ঠিক করা হয়েছে। সবকিছু ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।”
ঐতিহাসিকভাবে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং ছিল খাকি। ব্রিটিশ আমলে প্রথমে সাদা পোশাক দেওয়া হলেও দ্রুত নোংরা হয়ে যাওয়ায় তা পরিবর্তন করা হয়। ১৮৪৭ সালে স্যার হ্যারি লুমসডেনের প্রস্তাবে ইউনিফর্মের রং হালকা হলুদ ও বাদামি করা হয়, যা পরে খাকি রূপ নেয়। পাকিস্তান শাসনামল ও মহান মুক্তিযুদ্ধেও পুলিশ খাকি পোশাক পরতেন।
স্বাধীনতার পর বিভিন্ন সময়ে পুলিশের পোশাকে পরিবর্তন আনা হয়। ২০০৪ সালে মহানগর পুলিশের পোশাক হালকা জলপাই এবং জেলা পুলিশের পোশাক গাঢ় নীল করা হয়। ২০০৯ সালেও কিছু পরিবর্তন আসে। ২০২০ সাল থেকে নতুন পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল এবং ২০২১ সালে বিভিন্ন ইউনিটে ট্রায়ালও নেওয়া হয়। তবে র্যাবের কালো ইউনিফর্ম কখনো পরিবর্তন করা হয়নি।