বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫ ২৩:০৮
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে অস্ত্র আইন ও হত্যা মামলাসহ অন্তত তিনটি মামলার আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাজাহানপুর উপজেলার বৈঠাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার আবু সুফিয়ান (৩৫) বৈঠাপাড়া এলাকার আব্দুস ছামাদের ছেলে। তিনি শাজাহানপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলারও আসামি ছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, আবু সুফিয়ানের বিরুদ্ধে এর আগে আরও দুটি অস্ত্র আইন ও একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, মামলার তদন্তের স্বার্থে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।