গভীর রাতের নীরবতা ভেঙে উঠলো আগুনের ফুলকি। বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। রবিবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাংকের নামফলকে আগুন লাগানোর চিহ্ন পাওয়া গেছে, যা স্থানীয়দের মাঝে আতঙ্ক আর উদ্বেগের ছায়া ফেলেছে। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে, তবু এই নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে কারা—তা এখনো রহস্যাবৃত। সরেজমিন ঘুরে দেখা যায়, ব্যাংকের নামফলকে কালো দাগ আর পোড়া চিহ্ন স্পষ্ট। গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে অফিসে এসে তিনি এই দৃশ্য দেখতে পান। “রাতের কোনো এক সময়ে কেউ দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে বলে ধারণা করছি,” বলেন তিনি। উল্লেখ্য, ঘটনার সময় শাখার নৈশ প্রহরী মজিবর রহমান অফিসের ভিতরে ঘুমিয়ে ছিলেন, যা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরছে। এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আগুনের শিখা দেখা গেলেও দুর্বৃত্তদের মুখ বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন নিশ্চিত করেন, ঘটনাস্থল থেকে দুটি খালি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়েছে, যা দাহ্য পদার্থ বহনের জন্য ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ। “অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে,” যোগ করেন তিনি।