নবান্ন উৎসবে নতুন ধানের ভাতে বাঙালির ঐতিহ্যের উচ্ছ্বাস | Daily Chandni Bazar নবান্ন উৎসবে নতুন ধানের ভাতে বাঙালির ঐতিহ্যের উচ্ছ্বাস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ ০১:০৪
নবান্ন উৎসবে নতুন ধানের ভাতে বাঙালির ঐতিহ্যের উচ্ছ্বাস
খবর বিজ্ঞপ্তিঃ

নবান্ন উৎসবে নতুন ধানের ভাতে বাঙালির ঐতিহ্যের উচ্ছ্বাস

আজ ১ অগ্রহায়ণ ১৪৩২। বিকাল ৪টায় পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের আয়োজনে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব “নতুন ধানে ভাত রেঁধেছি”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।

উৎসবে অতিথি ও শিল্পীদের আপ্যায়নের জন্য আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে পরিবেশন করা হয় চিড়া, মলা, মুড়ি, মুড়কি, মোয়া, খৈই ও শীতের পিঠা— বাঙালির চিরায়ত নবান্নের অনুষঙ্গ।

অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় যথাযোগ্য আয়োজনের মধ্য দিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু। তিনি শিশু শিল্পীদের মুখে নতুন ধানের প্রথম অন্ন তুলে দেন।
তার বক্তব্যে তিনি বলেন, “নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা ও সেই ধানের প্রথম অন্ন গ্রহণকে কেন্দ্র করেই নবান্নের উৎসব পালিত হয়। বারো মাসে তেরো পার্বণের এই দেশি উৎসব বাঙালির হৃদয়ের বন্ধন আরও দৃঢ় করে।”

নবান্ন কথন পর্বে অংশ নেন—

সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার

সহকারী পরিচালক, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়া, কৃষ্ণ কুমার শীল

ডা. নাজনীন সুমাইয়া

মোহা. খালেকুজ্জামান প্রমুখ

উৎসবে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের শিল্পীরা বাংলার লোকজ সংগীতের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। দর্শক-অতিথিরা উপভোগ করেন বর্ণিল পরিবেশনা, আর অনুষ্ঠান শেষে পরিবেশন করা হয় নবান্নর ঐতিহ্যবাহী খাবার।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।