প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ ১৯:৩২
বগুড়ায় ধানের শীষে ভোট চেয়ে জেলা
ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছিল
ষ্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচার মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার দুপুরে বগুড়া শহরের কালিতলা হাট এলাকায় প্রচারণা থেকে নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।
তরুণ প্রজন্মের সকল প্রতিনিধিকে সাথে নিয়ে সদর আসনে বিপুল ভোটে তারেক রহমানকে জয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নেতৃত্বে প্রচারণা মিছিল থেকে সাধারণ মানুষের মাঝে প্রচারণা লিফলেটও বিতরণ করা হয়।
পরে কলোনী বাজার এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। এ সময় তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমানে ধানের শীষের কোন বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আবারো পুনরুদ্ধার করা হবে। তাই আমরা বগুড়া ৬ সদর আসনের জনগণের কাছে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি। প্রচারণা কার্যক্রমে যেভাবে তারা সাধারন মানুষের সাড়া পাচ্ছেন এতে করে তারা বিশ্বাস করেন সদর আসনে তোদের অভিভাবক তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করবেন।
এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, তারেক রহমানই বাংলাদেশকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি। ছাত্রদল মাঠে আছে, আন্দোলনে আছে, নির্বাচনী মাঠেও থাকবে। বগুড়া সদরে ধানের শীষ প্রতীকে তারেক রহমান এবং বগুড়া ৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা পরপরই এমনিতেই পুরো বগুড়ায় গণজোয়ার উঠে গেছে। সৃষ্টিকর্তা চাইলে এই দুটি আসনে মা ও সন্তানের রেকর্ড ভোটে জয়লাভ হবে। এছাড়াও পলাশ পালেন বগুড়ার মাটি বরাবরই বিএনপির ঘাঁটি। এখানে সাধারণ মানুষ জানে বগুড়ার উন্নয়ন একমাত্র বিএনপি'র হাত ধরেই সম্ভব। তাই ধানের শীষের পক্ষে তিনি তরুন প্রজন্মকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এই অগ্রযাত্রার সম্মুখভাগে নেতৃত্বে থাকার আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, মাসুদ রানা, রকি আহম্মদ, সোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হক রুকু, রাকিবুল হাসান হৃদয়, মিরাজ হোসেন নুর, আহনাফ হৃদয়, সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক উৎসব ও মাশরিফ, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও রাজ হোসেন, প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ, সহ-প্রচার সম্পাদক দুদাইব হাসান রিমন, দপ্তর সম্পাদক সোহান ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক নুরে তালহা, সাংস্কৃতিক সম্পাদক ওহাব রিয়াজ ও সহ-সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া রশিদ প্রমুখ। এছাড়াও গণসংযোগে সম্মুখ সারিতে আরো উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সিনিয়র সহ-সভাপতি রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রণি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের কয়েক'শ নেতৃবৃন্দ।