রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর–সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিউ মডেল ডিগ্রি কলেজের বিপরীতে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়ে গাড়িটির কাচ ভেঙে দেয়। একই সময়ে পাশে থাকা পুলিশের একটি মাইক্রোবাসেও হামলা চালানো হয়। তবে কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেট এলাকার দিক থেকে আসা পুলিশি যানবহন ওই স্থানে পৌঁছালে হঠাৎ করে বিক্ষোভকারীরা চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ দ্রুত গাড়ি সরিয়ে নিরাপদ স্থানে গেলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।
দুপুরে পাল্টাপাল্টি ধাওয়া
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে একই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দুপুরে দুটি এক্সকাভেটর নিয়ে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। সেনাবাহিনী ও পুলিশ তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বারবার ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা চালান।
রাত পর্যন্ত উত্তেজনা
এই প্রতিবেদন লেখা (রাত ৭টা) পর্যন্ত বিক্ষোভকারীদের মিরপুর সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনা সদস্য বাড়ানো হয়েছে। পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরাও সেখানে টহলে রয়েছেন।
রায়কে কেন্দ্র করে উত্তেজনা
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর থেকেই ধানমন্ডি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে রায় ঘোষণার পরপরই ধানমন্ডি ৩২–এর সামনে মিরপুর সড়কে দুটি এক্সকাভেটর দেখা যায়, যা বিক্ষোভ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলেও জানিয়েছে স্থানীয় সূত্র।