গাবতলীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২, এক জনের কারাদণ্ড | Daily Chandni Bazar গাবতলীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২, এক জনের কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ ২২:৫৭
গাবতলীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২, এক জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক

গাবতলীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২, এক জনের কারাদণ্ড

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।

শনিবার –১৬ নভেম্বর ২০২৫– দিবাগত রাত ২২টা ৩৫ মিনিটে রামেশ্বরপুর ইউনিয়নের পূর্ব তেজোপাড়া এলাকায় এসআই জাহাঙ্গীর আরিফ, তৌহিদুল ইসলাম, এএসআই শামীম, কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় মৃত আছির উদ্দিনের পুত্র হবিবুর রহমান –৩৫– যিনি একাধিক মাদক মামলার পলাতক আসামি, তাকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ টাকা এবং একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
হবিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে নতুন একটি মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে একই রাতে পৃথক অভিযানে দুলাল মিয়া –৪৭– পিতা মৃত হাফিজুর রহমান, গ্রাম রামেশ্বরপুর তেজপাড়া থানা গাবতলী, অবৈধ শুকনা গাঁজা সেবনরত অবস্থায় আটক হন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করে। সাজাপ্রাপ্ত দুলাল মিয়াকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গাবতলী থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।