একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ধুনটের আঁখি খাতুন | Daily Chandni Bazar একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ধুনটের আঁখি খাতুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ ২৩:০১
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ধুনটের আঁখি খাতুন
উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ধুনটের আঁখি খাতুন

একটি বা দুটি নয়, একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার আঁখি খাতুন নামের এক নারী। সোমবার (১৭ নভেম্বর) ধুনট হাসপাতাল সড়কের আয়শা-জবেদা হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে দুটি কন্যা ও একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল কৃর্তপক্ষ জানিয়েছেন, মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন। এদিকে একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই তাদেরকে এক নজর দেখতে ভীড় জমাচ্ছেন ওই বেসরকারি হাসপাতালে।

একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়া আঁখি খাতুন বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী গ্রামের সুজন মিয়ার স্ত্রী।

আঁখি খাতুনের স্বামী সুজন মিয়া জানান, সোমবার বিকালে প্রসববেদনা অনুভব হলে তাকে আয়শা-জবেদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইনী ও অবস বিভাগের সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্বাবধায়নে ছিলেন। পরে পরীক্ষার মাধ্যমে তিনটি সন্তানের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। পরে পরিবারের সম্মতিতে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন তারা সবাই সুস্থ রয়েছে। # (ছবি আছে)