ড্র'র পথে রাজশাহী- ঢাকা ক্রিকেট ম্যাচ | Daily Chandni Bazar ড্র'র পথে রাজশাহী- ঢাকা ক্রিকেট ম্যাচ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ ২৩:১৯
ড্র'র পথে রাজশাহী- ঢাকা ক্রিকেট ম্যাচ
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

ড্র'র পথে রাজশাহী- ঢাকা ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) রাজশাহী  ভেন্যুর রাজশাহী ও ঢাকার মধ্যকার  চার দিনের ম্যাচটি ড্র হতে চলেছে।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে গতকাল ম্যাচের তৃতীয় দিনে ঢাকা তাদের প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয়। আগের দিন ১১২ রানে অপরাজিত থাকা আশিকুর রহমান গতকাল আর মাত্র ৯ রান যোগ করে ১২১ রানে আউট হন। আনিসুল ইসলাম করেন ৯৭ রান। তাইবুর রহমান ৯৬ রানে অপরাজিত থাকেন। রাজশাহীর ওয়াসি সিদ্দিক ৬৫ রানে ও সানজামুল ইসলাম ৮১ রানে তিনটি করে উইকেট দখল করেন। ওয়ালিদ ৬৩ রানে ২টি উইকেট নেন। রাজশাহী প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হয়।

প্রথম ইনিংসে রাজশাহী ৮৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৫১। সাব্বির হোসেন ৪ ও ওয়াসি সিদ্দিক ১৯ রানে আউট হলেও তানজিদ হাসান ৮৪ বলে ৮৪ ও প্রিতম কুমার ৪৫ বলে ৪০ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিন শেষে রাজশাহী ৬৭ রানের লিড নিয়েছে। হাতে আছে ৮ উইকেট।  আজ ম্যাচের শেষ দিন।