সারিয়াকান্দিতে জমি দখল নিয়ে উত্তেজনা: তিনটি বসতঘর ভাঙচুর ও মালামাল ক্ষতির অভিযোগ | Daily Chandni Bazar সারিয়াকান্দিতে জমি দখল নিয়ে উত্তেজনা: তিনটি বসতঘর ভাঙচুর ও মালামাল ক্ষতির অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ ২৩:২১
সারিয়াকান্দিতে জমি দখল নিয়ে উত্তেজনা: তিনটি বসতঘর ভাঙচুর ও মালামাল ক্ষতির অভিযোগ
উপজেলা সংবাদদাতা, সারিয়াকান্দি, বগুড়াঃ

সারিয়াকান্দিতে জমি দখল নিয়ে উত্তেজনা: তিনটি বসতঘর ভাঙচুর ও মালামাল ক্ষতির অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিনটি বসতবাড়ী ভাঙচুর, মালামাল ক্ষতি  এবং ইটের দেয়াল নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মোঃ শুকুর মাহমুদ আপন মিয়া (২৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, কুতুবপুর মৌজার এমআরআর খতিয়ান নং ৭৫৩, সাবেক দাগ নং ৩১৭ ও হাল দাগ নং ৪৯১–এর ১৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে শুকুর মাহমুদ পরিবারের সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমান, মোঃ দুলু ও অজ্ঞাত চারজন সহ জমি বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।  বিষয়টি নিয়ে একাধিক মামলা আদালতে চলমান থাকলেও আদালত শুকুর মাহমুদদের পক্ষে রায় প্রদান করেন।
 
অভিযোগকারী জানান, ১০ নভেম্বর ২০২৫ তারিখ সকালে তারা বিবাদীদের দায়ের করা একটি মামলার জামিনের জন্য আদালতে গেলে সেই সুযোগে বিবাদীরা তাদের তিনটি বসতঘর ভেঙে ফেলে। বিকেল ৪টার দিকে বাড়িতে ফিরে এসে তারা দেখতে পান—ঘরগুলো ভাঙা এবং বিবাদীরা সেখানে ইটের দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে।
 
ক্ষতিগ্রস্ত শুকুর মাহমুদ দাবি করেন, ভাঙচুরের ফলে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 
 
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি স্থানীয় বাসিন্দা—মোঃ শরিফ মন্ডল, মোঃ মধু ও মোঃ ইমান মন্ডলের নাম উল্লেখ করেছেন।
 
পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনার পর থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানান অভিযোগকারী।
 
এ বিষয়ে থানার দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।