সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও’র বদলির খবরে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি | Daily Chandni Bazar সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও’র বদলির খবরে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫ ০০:০১
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও’র বদলির খবরে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি
মোঃ মাইনুল হক, নীলফামারী

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও’র বদলির খবরে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) বদলির খবরে স্বস্তির নিঃশ্বাস হাসপাতালে কর্মরত 
কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। বদলি হওয়া এই আবাসিক মেডিকেল অফিসারের নাম ডাঃ মোঃ নাজমুল হুদা (কোড- ১৪৬৭৬০)। তিনি দীর্ঘ 
প্রায় ৫বছর ধরে ওই হাসপাতালে কর্মরত আছেন। তাকে বদলি করা হয়েছে পঞ্চগড় সদর হাসপাতালে সহকারি সার্জন হিসাবে। তবে তিনি বদলি আদেশ স্থগিত করার জন্য চেষ্টা তদবির অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বদলির আদেশের খবর ছড়িয়ে পড়ায় হাসপাতালে আনন্দের বাতাস বইতে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা ও কর্মচারী অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে তিনি এই হাসপাতালে দলীয় তদবিরে 
আবাসিক মেডিকেল অফিসারের পদটি বাগিয়ে নেন। কিন্তু দায়িত্ব পালনে ছিলেন অনিয়মিত। এমনকি আবাসিক মেডিকেল অফিসারের 
বাসায় না থেকে ডরমেটরিতে পরিবার নিয়ে বসবাস করেন। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত থেকেছে দীর্ঘ ৫ বছর। অংকের হিসাবে কমপক্ষে 
সরকার সাত লাখ টাকা ক্ষতির শিকার হয়েছে। এছাড়াও ওই কর্মকর্তা তার অধস্তনদের প্রায় সময় মানসিক চাপে রাখতেন বলে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে। অবশ্য তার বদলির আদেশ হয়েছে পরিচালক (স্বাস্থ্য) রংপুর থেকে। বদলির আদেশে স্বাক্ষ্য করেছেন ডাঃ মোঃ গাওসুল আজম 
চৌধুরী। জানতে চাইলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল 
অফিসার ডাঃ নাজমুল হুদা তার বদলির বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।